10th Pass Agriculture Job 2025: মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ! বেতন ১৯,৯০০/- টাকা প্রতিমাসে।

By Bidyut roy

Published On:

Follow Us
How to Apply for 10th Pass Agriculture Job 2025

10th Pass Agriculture Job 2025: মাধ্যমিক পাশে কৃষি দপ্তরে একাধিক শুন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যেকোন জেলা থেকে নারী-পুরুষ সকলেই আবেদন করতে পারবে।

কি পদে নিয়োগ করা হবে? শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসিক মাইনে, শুন্যপদ কি রয়েছে? কিভাবে আবেদন করবেন? নিয়োগ প্রক্রিয়া কি আছে? এই সমস্ত কিছু আজকের এই প্রতিবেদনে আলোচনা করছি।

Important Dates

Application Start Date
Last date of application16/02/2025

পদের নাম ও শুন্যপদ

Staff Car Driver (Ordinary Grade)01

২) যে পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, তা হল- স্টাফ কার ড্রাইভার (অরডিনারি গ্রেড)। General Central Service, Group C, Non-Gazetted, Non-Ministerial.

২) এখানে মাত্র ০১টি ভ্যাকান্সি আছে। এই কাজের পোস্টিং পড়বে নিউ দিল্লীতে।

মাসিক বেতন (10th Pass Agriculture Job 2025)

এই পদে যদি আপনি চাকরি পান তাহলে, প্রতিমাসে পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- টাকা পর্যন্ত মাইনে প্রদান করা হবে।

Read More: বাংলা ভাষায় টাইপিং জব! বাড়ি বসে নিজের সময়মতো কাজ করে, ২০০০ আয় রোজ।

বয়সসীমা

প্রার্থীদের বয়স সর্বচ্চ ৫৬ বছরের মধ্যে হতে হবে। অবশ্যই ১৬/০২/২০২৫ তারিখ অনুযায়ী বয়সসীমা হিসাব করে নিতে হবে।

বয়সের ছাড়

SC/ST০৫ বছর
OBC০৩ বছর

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে যেকোন (10th Pass Agriculture Job 2025) স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে নুন্যতম মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া, মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটর মেকানিজম সম্পর্কে IIL জ্ঞান থাকতে হবে। পাশাপাশি, কমপক্ষে ০৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই।

How to Apply for 10th Pass Agriculture Job 2025

সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে এখানে আবেদন জানাতে হবে। অফিশিয়াল বিজ্ঞপ্তির সাথে আবেদন ফর্ম দেওয়া আছে। আবেদন পত্র ডাউনলোড করে, A4 পেপারে প্রিন্ট করুন।

এরপরে, আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে ফর্ম পুরন করুন। তারপরে, প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি জেরক্স করে আবেদন পত্রের সাথে একটি মুখবন্ধ খামে ভরে অফিসের ঠিকানায় পাঠিয়ে দিন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. Age proof.
  2. Proof of educational qualification.
  3. Voter Card and Aadhaar Card.
  4. Passport size color photograph.
  5. Valid driving license.

Important Links

🌐 Official websiteClick Here
📄 Official notificationDownload PDF

Bidyut roy

বিদ্যুৎ রায় ! WBjobs247 সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত 1 বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন।

Leave a Comment