WBPSC Recruitment 2025: ১৫০০ শুন্যপদে কর্মী নিয়োগ করছে পি.এস.সি! যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি?

By Ipsita Dey

Published On:

Follow Us
WBPSC Recruitment 2025

WBPSC Recruitment 2025: রাজ্যের যে সকল চাকরি প্রার্থীদের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর পক্ষ থেকে রয়েছে সুবর্ণ সুযোগ। একাধিক দপ্তরে মোট ১৫০০ টি শুন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।  

এখানে রাজ্যের যেকোনো জেলার পুরুষ ও মহিলা প্রার্থী উভইয় আবেদন করতে পারবেন। এখানে কিভাবে আবেদন করবেন, বয়স সীমা, বেতন কত, কি কি যোগ্যতা প্রয়োজন, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি কি ইত্যাদি সবকিছু বিস্তারিত ভাবে আলোচনা করা হল।

Important Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত৩১/১২/২০২৪
আবেদন শুরুউল্লিখিত নেই

Post Name (WBPSC Recruitment 2025)

নিয়োগকারী সংস্থাওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)
পদের নামAssistant Teacher (সহকারি শিক্ষক)
শূন্যপদের সংখ্যামোট ১৫০০ টি

শিক্ষাগত যোগ্যতা

আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যিক। এছাড়া ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন দ্বারা অনুমোদিত প্রতিষ্ঠান থেকে B.Ed ডিগ্রি থাকতে হবে।

Read More: রাজ্যের বিডিও অফিসে কর্মী নিয়োগ চলছে! এখনই আবেদন করুন।

বেতনক্রম

স্নাতক শিক্ষক৫০,৭৭৪ /- টাকা
স্নাতকোত্তর শিক্ষক৫৪,১৭৬/- টাকা

বয়স সীমা

প্রকাশিত বিজ্ঞপ্তিতে, আবেদনকারীর বয়স সম্পর্কে কোন তথ্য উল্লেখ করা নেই। এছাড়া আরও বিশদে জানতে নিচে দেওয়া এই সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনটি ভালভাবে পড়ে বুঝে নিন।

নিয়োগ প্রক্রিয়া

এখানে (WBPSC Recruitment 2025) মোট ৩টি ধাপে যোগ্য কর্মীদের বাছাই করা হবে।

  • লিখিত পরীক্ষা।
  • ব্যক্তিগত সাক্ষাৎকার।
  • নথি যাচাই।

How to Apply for WBPSC Recruitment 2025?

  • প্রার্থীকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে।
  • প্রথমে নিচে দেওয়া WBPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
  • তারপর আবেদনপত্রটিকে প্রার্থীর সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
  • এরপর সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে সঠিক সাইজে আপলোড করুন।
  • নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা দিন।
  • শেষে সবকিছু ভালভাবে পড়ে নিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

আবেদন ফি:

SC/STকোন আবেদন ফি লাগবে না
Genaral/OBC/EWS ১৬০ টাকা

Important Documents

  • বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের মার্কশিট/ এডমিট কার্ড)।
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • ঠিকানার প্রমাণপত্র।
  • অভিজ্ঞতা সার্টিফিকেট।
  • আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড।
  • PPO/পেনশন নথি।
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Important Links

🌐 Official WebsiteClick Here
📄 Official NotificationDownload PDF

Leave a Comment