Air Force Recruitment 2025: বায়ুসেনা স্কুলে একাধিক পদে শিক্ষক নিয়োগ, মহিলারাও আবেদন করতে পারবেন।

By Ipsita Dey

Published On:

Follow Us
Air Force Recruitment 2025

Air Force Recruitment 2025: রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বহুদিন ধরে নিয়োগ বন্ধ হলেও বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়ে চলেছে। ঠিক তেমনই, সম্প্রতি ব্যারাকপুর এয়ার ফোর্স স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাওয়া এই সুযোগ হাতছাড়া না করে এখনই আবেদন করুন।

বিভিন্ন বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা এখানে আবেদন জানাতে পারবেন, তার সাথে পদের নাম, মোট শূন্যপদের সংখ্যা, যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি এবং বেতন সংক্রান্ত সমস্ত তথ্য আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো।

Important Dates

আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ০৬/০২/২০২৫

নিয়োগকারী সংস্থা

Air Force School Barrackpore, P.O.- Bengal Enamel, North 24 Parganas, West Bengal- 743122

পদের বিবরন ও শুন্যপদ

পদের নামশুন্যপদের সংখ্যা
পোস্ট গ্রাজুয়েট শিক্ষক৪ টি
প্রাথমিক শিক্ষক৪ টি
নার্সারি প্রশিক্ষিত শিক্ষক১ টি
ল্যাব অ্যাটেনডেন্ট১ টি
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট১ টি
হেল্পার৪ টি
মোট শুন্যপদ১৫টি

শিক্ষাগত যোগ্যতা (Air Force Recruitment 2025)

উপরের প্রত্যেকটি পদের ক্ষেত্রেই আবশ্যিক শিক্ষাগত যোগ্যতা একই থাকা চাই। যা হল- যেকোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন অথবা মাস্টার্স ডিগ্রী পাস হতে হবে। তার সাথে প্রার্থীকে কম্পিউটারে ভাল দক্ষ হতে হবে। তবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে পছন্দসই অভিজ্ঞতা আলাদা আলদা রয়েছে। সংস্থার অফিশীয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন।

Read More: SBI ব্যাঙ্কে অফিসার পদে কর্মী নিয়োগ। বেতন থাকছে ৬৪,৮২০ টাকা।

বয়সসীমা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের নুন্যতম বয়স ২১ বছর থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।

বেতন সীমা

Air Force Recruitment 2025 পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে, বেতন সংক্রান্ত কোন তথ্য দেওয়া নেই।

নিয়োগ প্রক্রিয়া

এখানে (Air Force Job Vacancy 2025) দুটি পদ্ধতির মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে, লিখিত পরীক্ষা নেওয়া হবে। যারা পাস করবে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সবশেষে, অরিজিনাল ডকুমেন্ট ভেরফিকেশন করা হবে।

How to Apply for Air Force Recruitment 2025 ?

  • সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • এর জন্য প্রথমে আবেদনকারীর বায়োডাটা এবং সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় ১৬/০১/২০২৫ এর দুপুর ২টোর মধ্যে পাঠিয়ে দিতে হবে।
  • ঠিকানা- “The Executive Director, Air Force School Barrackpore, P.O. Bengal Enamel, North 24 Parganas, Pin-743122”

Important Documents

  1. মাধ্যমিকের এডমিট ও মার্কশিট।
  2. প্রার্থীর বায়োডাটা বা CV।
  3. বয়সের প্রমানপত্র।
  4. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  5. কাস্ট সার্টিফিকেট।
  6. আধার কার্ড।
  7. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Important Links

🌐Official WebsiteClick Here
📄Official NotificationDownload Pdf

Leave a Comment