DCPU Recruitment 2025: জেলা শিশু সুরক্ষা দপ্তরে ‘গ্রুপ ডি’ পদে কর্মী নিয়োগ! বেতন পাবেন ২৩,০০০ টাকা।

By Ipsita Dey

Updated On:

Follow Us
DCPU Recruitment 2025

DCPU Recruitment 2025: বছরের শুরুতেই বিভিন্ন দপ্তর নিয়ে এল রাজ্যজুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক তেমনই জেলা শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যের যে কোন জেলার পুরুষ, মহিলা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে এই নিয়োগের সমস্ত তথ্য, আবেদন পদ্ধতি, যোগ্যতা, বয়স ইত্যাদি বিস্তারিতভাবে আলোচনা করা হল।


Important Dates

বিজ্ঞপ্তি প্রকাশিত০৬/০১/২০২৫
আবেদন শুরুইতিমধ্যেই শুরু হয়ে গেছে
আবেদন শেষ৩১/০১/২০২৫

পদের বিবরন

নিয়োগকারী সংস্থাDistrict Child Protection Unit
পদের নামনিচে বিস্তারিত
মোট শূন্যপদ০৮ টি

পদের নাম

  • Counselor
  • Probationer Officer
  • House Father
  • Store Keeper
  • Paramedical Staff
  • Cook
  • Helper / Night Watchman
  • House Keeper

শিক্ষাগত যোগ্যতা (DCPU Recruitment 2025)

পদের নাম শিক্ষাগত যোগ্যতা
কাউন্সেলরগ্রাজুয়েশন পাশ
প্রবেশনকারী অফিসার BA বা LLB ডিগ্রি পাশ
হাউস ফাদারউচ্চমাধ্যমিক পাস
স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্টেন্সিতে গ্যাজুয়েশন ডিগ্রি 
প্যারামেডিকাল স্টাফউচ্চমাধ্যমিক পাস এবং নার্সিং/ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে
রাঁধুনীমাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ
হেলপার কাম নাইট ওয়াচম্যানমাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ
হাউস কিপারমাধ্যমিক/অষ্টম শ্রেণী পাশ

Read More: ভারতীয় রেলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ। বেতন, বয়সসীমা, আবেদন প্রক্রিয়া?

বয়সসীমা

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, প্রার্থীদের নুন্যতম বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংস্থার অফিশীয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত পড়ে নেবেন।

বেতন সীমা

DCPU Recruitment 2025 পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে নিযুক্ত কর্মীদের প্রতিমাসে ১২,০০০ টাকা থেকে ২৩,১৭০ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

  • এখানে (DCPU Recruitment 2025) দুটি পদ্ধতির মাধ্যমে যোগ্য ও সঠিক প্রার্থীদের বাছাই করা হবে।
  • প্যারামেডিক স্টল, হেলপার কাম নাইট ওয়াচম্যান, হাউস কিপার, রাঁধুনি পদগুলিতে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ হবে।
  • বাকি সকল পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ভাইভা ভয়েস এর মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে।

How to Apply for DCPU Recruitment 2025?

  • সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
  • আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে যে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে।
  • হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  • তারপর সেটিকে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Important Documents

  1. মাধ্যমিকের এডমিট ও মার্কশিট।
  2. আবাসিক প্রমাণপত্র।
  3. বয়সের প্রমানপত্র।
  4. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
  5. কাস্ট সার্টিফিকেট।
  6. আধার কার্ড।
  7. কম্পিউটার সার্টিফিকেট।
  8. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Important Links

🌐Official WebsiteClick Here
📄Official NotificationDownload Pdf

Leave a Comment