DFCCIL Recruitment 2025: মাল্টি টাস্কিং স্টাফ ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ! এখনই অনলাইনে আবেদন করুন।

By Ipsita Dey

Published On:

Follow Us
DFCCIL Recruitment 2025

DFCCIL Recruitment 2025: নতুন বছরের প্রথম মাসেই মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য একাধিক চাকরির সুযোগ রয়েছে। আপনি যদি এই দেশের চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কোন চাকরি পাবেন তার জন্য চিন্তাশীল হয়ে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনারই জন্য। Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL) এর পক্ষ থেকে একাধিক শূন্য পদে মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হচ্ছে।

আজকের প্রতিবেদনের মাধ্যমে এই নিয়োগের বিস্তারিত তথ্য অর্থাৎ পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, পদ অনুসারে আবেদনের যোগ্যতা, বেতন সীমা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করা হলো।

পদের নাম

কেন্দ্রীয় সরকারের দপ্তরে (DFCCIL Recruitment 2025) জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটি, মাল্টি টাস্কিং স্টাফ ইত্যাদি পদ গুলিতে যোগ্য কর্মীদের নিয়োগ করা হবে।

Read More: আনন্দধারা প্রকল্পে একাধিক কর্মী নিয়োগ! বয়স সীমা ২৫ থেকে ৩৫।

পদ অনুসারে আবেদনের যোগ্যতা

  • জুনিয়র ম্যানেজার: CA/CMA পাস চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন।
  • এক্সিকিউটিভ: এখানে সিভিল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল এন্ড টেলিকম ইত্যাদি বিভাগে এক্সিকিউটিভ কর্মী নিয়োগ করা হবে। সেই কারণে উল্লেখিত বিষয়ের ওপর ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ডিগ্রী থাকলে ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
  • মাল্টি টাস্কিং স্টাফ: যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। এই ক্ষেত্রে প্রতিটি ইচ্ছুক প্রার্থীর কাছে ভোকেশনাল ট্রেনিংয়ের অন্তর্গত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।

বয়স সীমা

উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য প্রতিটি চাকরি প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং চাকরিপ্রার্থীরা এখানে সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। যদিও মাল্টি টাস্কিং স্টাফ পদে ইচ্ছুক চাকরি প্রার্থীরা ৩৩ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন।

বেতন (DFCCIL Recruitment 2025)

পদ অনুসারে বিভিন্ন বেতনের কাঠামো রাখা হয়েছে নিযুক্ত কর্মীদের জন্য। এখানে সরকারের বেতনক্রম মেনেই বেতন দেওয়া হবে কর্মীদের।

শূন্যপদ

DFCCIL এর পক্ষ থেকে ৬৫২ টি শূন্য পদে এই নিয়োগ হতে চলেছে।

নিয়োগ প্রক্রিয়া

অনলাইন মাধ্যমে কম্পিউটার বেসড পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করবে সংস্থা।

আবেদন পদ্ধতি

DFCCIL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনটি সারতে হবে ইচ্ছুক প্রার্থীদের। এখানে আবেদন মূল্য হিসেবে ৫০০/- টাকা এবং ১০০০/- দিতে হবে। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ১৬/০২/২০২৫ তারিখের মধ্যে আবেদনটি সারতে হবে প্রতিটি চাকরিপ্রার্থীকে।

DFCCIL Recruitment 2025Click Here
Official NotificationDownload PDF

Leave a Comment