WB DEO Recruitment 2025: Gorkhaland Territorial Administration এর পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অতিসত্বর আবেদন করুন।পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা অনলাইনে এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
এখানে আবেদন পদ্ধতি, বয়স সীমা কি থাকছে, মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করা হল। অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন বুঝবেন তবেই নিজের দায়িত্বে আবেদন সম্পূর্ণ করবেন।
Important Dates
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৭-০১-২০২৫ |
আবেদন শুরু | ইতিমধ্যেই শুরু হয়ে গেছে |
আবেদন শেষ | ৩১/০১/২০২৫ |
পদের বিবরন (WB DEO Recruitment 2025)
নিয়োগ সংস্থা | গোর্খাল্যান্ড আঞ্চলিক প্রশাসন – (Gorkhaland Territorial Administration) |
পদের নাম | ডেটা এন্ট্রি অপারেটর – DEO |
মোট শূন্যপদ | ০১ টি |
Place Of Posting
Office Of the Sub Inspector of Schools, Kurseong Circle, Kurseong Block, Darjeeling.
বেতনসীমা
এই পদে নিযুক্ত কর্মীদের নিয়োগ করার পর প্রতিমাসে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এছাড়া বিশদে জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালভাবে পড়ে বুঝে নিন।
বয়স কি লাগবে?
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে (WB DEO Recruitment 2025) আবেদন করবেন ভাবছেন , ০১/০১/২০২৫ অনুযায়ী তাদের বয়স হয়স হতে হবে ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে। সরকারি নিয়মানুযায়ী, SC/ST/OBC প্রার্থীদের জন্য এখানে বয়সের ছাড় আছে।
শিক্ষাগত যোগ্যতা
- আগ্রহি প্রার্থীদের যে কোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাশ হলেই তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন।
- এছাড়াও তাদের কম্পিউটারে দক্ষ হতে হবে।
নিয়োগ কিভাবে করা হবে?
এখানে মোট তিনটি ধাপে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার পরীক্ষা
- ভাইভা-ভয়েসের মাধ্যমে
How to Apply For WB DEO Recruitment 2025?
- সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিতে যে আবেদনের ফর্মটি আছে সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে।
- হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
- তারপর সেটিকে এবং প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
Important Documents
- বয়সের প্রমানপত্র।
- ঠিকানার প্রমানপত্র।
- কাস্ট সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র।
- ভোটার কার্ড।
- আধার কার্ড।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
Important Links
🌐Official Website | Click Here |
📄Official Notification | Download PDF |